২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছেন? এগুলি রয়েছে তো?

২০০০ টাকার নোট নতুন করে ছাপানো হবে না এমন নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এদিকে মানুষের কাছে যে নোট রয়েছে এখন পর্যন্ত তা প্রত্যাহার করার সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। নোট পাল্টে নিতে হবে এর মধ্যেই।

New Update
money

নিজস্ব সংবাদদাতা: শুক্রবারই রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়া জানায় যে 'ক্লিন নোট পলিসি'র অধীনে বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। সাধারণ মানুষের কাছে যে ২০০০ টাকার নোট রয়েছে, তাও প্রত্যাহার করে নেওয়ার সময়সীমা দিয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ২০০০ টাকার নোট নিয়ে প্রথমেই যে অভিযোগ উঠেছিল তা হল জাল নোট। জেনে নিন আপনার কাছে ২০০০ টাকার আসল নোট রয়েছে নাকি জাল।

১. আলোর সামনে নোটটি তুলে ধরুন। যদি আসল হয়, তবে ২০০০ টাকা লেখা দেখা যাবে।

২. ২০০০ টাকার নোটের ঠিক মাঝামাঝি জায়গায় মহাত্মা গান্ধীর ছবি থাকবে এবং ছোট্ট হরফে INDIA লেখা থাকবে। মহাত্মা গান্ধীর ছবিতে ইলেকট্রোটাইপে ২০০০-র ওয়াটারমার্ক দেখতে পাবেন।

৩. আসল ২০০০ টাকার ডান দিকে অশোক স্তম্ভের ছবি রয়েছে। তার নীচে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর দেখতে পাবেন।

৪. কোন সালে নোটটি ছাপা হয়েছে, তা আসল ২০০০ টাকার নোটে লেখা থাকবে।