গোটা দেশের সঙ্গে সংযোগ স্থাপন করেন মোদি ! "মন কি বাত" নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী

এবার "মন কি বাত" অনুষ্ঠান নিয়ে কি বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
narendra modi awd1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "মন কি বাত" অনুষ্ঠান নিয়ে বড় দাবি করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই। তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি মাসের শেষ রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানের মাধ্যমে দেশের মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁর এই কর্মসূচিতে আমরা নতুন নতুন বিষয় জানতে পারি।"

CM Vishnu Deo Sai

এছাড়াও তিনি বলেন, "এখন সামনেই গ্রীষ্মকাল আসছে, এই সময়ে জল সংরক্ষণ আমাদের সকলের প্রাথমিক অগ্রাধিকার হওয়া উচিত।"