/anm-bengali/media/media_files/PLoQToTcZtkrBVHwOiJ3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইতিহাস জানেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)! এমনটাই বলল কংগ্রেস। আজ বুধবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel) বলেন, "আমি জেপি নাড্ডাকে বলতে চাই, ইতিহাস সম্পর্কে আরও ঘাঁটাঘাঁটি করা উচিৎ তাঁর। তিনি যদি ৭০ বছরের কথা বলে থাকেন, তাহলে ১৯৫২ সালে প্রথম নির্বাচনের গণনা হয়। মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালে। এই সময়ের মধ্যে কংগ্রেস মাত্র ৫৫ বছর ক্ষমতায় ছিল। নাড্ডা কি এই সময়ে স্কুল, কলেজ, রাস্তা, বিদ্যুৎ সরবরাহ, এইমস, আইআইটিগুলিকে উপেক্ষা করছেন? তিনি কি আমাদের পূর্বপুরুষদের কঠোর পরিশ্রমকে অস্বীকার করছেন? জেপি নাড্ডা বলছেন নাকি ২০১৪ সালের পর দেশে সবকিছু ঘটেছে। তার উচিৎ এ ধরনের বোকা ও মিথ্যে কথা বলা বন্ধ করা।"
#WATCH | Chhattisgarh CM Bhupesh Baghel says, "I would like to tell JP Nadda to work on his knowledge of history. If he is talking about 70 years, counting from the first election in 1952, the period ends in 2022...Congress was in power only for 55 years in this duration...Is he… https://t.co/0PAPquh4Y1pic.twitter.com/0MuuTcmupV
— ANI (@ANI) April 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us