BREAKING : কাল থেকেই শুরু হচ্ছে চারধাম যাত্রা ! দেখুন বড় আপডেট

দেখুন চারধাম যাত্রার বড় আপডেট।

author-image
Debjit Biswas
New Update
trekonindia kedarnath

নিজস্ব সংবাদদাতা : এবার চারধাম যাত্রা প্রসঙ্গে বড় আপডেট দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেন,''চারধাম যাত্রা আগামীকাল ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এই বিষয়ে সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।”

Pushkar Singh Dhami

এরপর তিনি বলেন,''আগামীকালই গঙ্গোত্রী ধামের দরজা খুলে যাবে। ২ মে বাবাকেদার ধাম এবং ৪ মে বদ্রীনাথ ধাম খোলা হবে।”