মুখ্যমন্ত্রী বদল! সরকার গড়তে চলেছে বিজেপি- বলে দেওয়া হল- সকাল সকাল ধামাকা

মুখ্যমন্ত্রী বদল ও বিজেপির সরকার গড়া নিয়ে কি বলা হল?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
modi shah nadda.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডে নির্বাচন দরজায় কড়া নাড়ছে। দুই দফায় নির্বাচন হবে ঝাড়খণ্ডে। ১৩ নভেম্বর ও ২০ নভেম্বর রয়েছে ঝাড়খণ্ড নির্বাচন। ২৩ নভেম্বর হবে ফল ঘোষণা। এই নির্বাচনে এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বদল হতে চলেছে বলে জানিয়ে দিলেন বিজেপির বিধায়ক কোডারমা ডঃ নীরা যাদব। তিনি দাবি করেছেন ঝাড়খণ্ডে সরকার গড়তে চলেছে বিজেপি।

তিনি বলেছেন, "মনে হচ্ছে মানুষ ২৩ নভেম্বরের জন্য অপেক্ষা করছে। জনগণের আশীর্বাদ পেয়ে আমরা আমাদের অঞ্চলে পদ্ম ফুটাব। ঝাড়খণ্ডে 'রোটি, বেটি এবং মাটি' সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলি দূর করা আমাদের অগ্রাধিকার হতে চলেছে। আমাদের লোকদের কর্মসংস্থান পাওয়া উচিত, ঝাড়খণ্ডের জমিকে সম্মান করা উচিত এবং আমাদের মেয়েরা যারা অনিরাপদ বোধ করছে তাদের সম্মান দেওয়া উচিত।"