বিহার ভোটে ‘পরিবর্তন নিশ্চিত’—মহাগঠবন্ধন সরকার গঠনের দাবি এসপি সাংসদ আওধেশ প্রসাদের

“জনতা ঠিক করে ফেলেছে—তেজস্বীই আগামী মুখ্যমন্ত্রী”।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন সমাজবাদী পার্টির সাংসদ আওধেশ প্রসাদ। আজ তিনি দাবি করেছেন, দুই পর্বে অনুষ্ঠিত বিহার বিধানসভা ভোটে রাজ্যের মানুষ ইতিমধ্যেই ‘পরিবর্তনের’ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এবং সেই পরিবর্তনের লক্ষ্য মহাগঠবন্ধনকেই ক্ষমতায় আনা।

প্রসাদ বলেন,
“আমি প্রায় এক সপ্তাহ ধরে বিহারের সাধারণ মানুষের সঙ্গে ছিলাম। তাদের মনোভাব স্পষ্ট—এইবার ক্ষমতা বদলাবে। তারা মহাগঠবন্ধন সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে প্রস্তুত।”

তিনি আরও যোগ করেন,
“নীতীশ কুমার এখন শুধু মুখ—তার সমর্থকরাও বুঝে গিয়েছেন যে নেতৃত্বের পরিবর্তন দরকার। মানুষ তেজস্বীকেই সামনে দেখতে চান।”