চন্দ্রযান! উঠছেও আবার নামছেও! রইল ভিডিও

চন্দ্রযানে গণেশ নেই। বরং গণেশের পাশ দিয়ে ওঠা নামা করছে চন্দ্রযান ৩। ইসরোর সাফল্যে খুশির হাওয়া চেন্নাইতে। অবিনব থিম। দেখুন।

author-image
Pallabi Sanyal
New Update
fdff



নিজস্ব সংবাদদাতা : ইসরোর চন্দ্রযান ৩ উৎক্ষেপণের পর তা চাঁদে পৌঁছে অসাধ্য় সাধন করেছে। আর সেই খুশিতে এবার পুজোর থিমেও হিট চন্দ্রযান। চেন্নাইতে এবার দেখা গেল এমন চন্দ্রযান যা উপরে ওঠার পর আবার পুনরায় নিচে নেমে আসছে। আর তার পাশেই বসে রয়েছেন গণপতি। গণেশ চতুর্থীতে এবার এমনই থিম দেখা গেল চেননাইয়ের একটি পুজোয়। স্থানীয় ডিজাইনার, শানমুগাম ইসরো দ্বারা চালু করা চন্দ্রযান-৩-এর সম্মানে রকেটটির নকশা করেছেন। দেখুন ভিডিও।