জুলাইয়ের এই তারিখে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-৩

চলতি মাসেই মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-৩। তারিখ ঘোষণা করল ইসরো।

author-image
Ritika Das
New Update
chandra.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: কবে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-৩, জানিয়ে দিল ইসরো (Indian Space Research Organisation)। বৃহস্পতিবার ইসরো একটি টুইট করে যাননি যে, আগামী ১৪ জুলাই, দুপুর ২টো ৩৫ মিনিট নাগাদ চন্দ্রযান- ৩ উৎক্ষেপণ করা হবে। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SDSC) থেকে GSLV Mark 3 রকেটে করেই মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-৩। 

২০১৯ সালে চন্দ্রাভিযান সফল হয়নি। ইসরো সূত্রে আরও জানা গিয়েছে, এবার দীর্ঘ সময় ধরে চন্দ্রযান-৩-এর উপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে যাতে আগের বারের ভুলগুলো আবার না হয়। চন্দ্রযান-৩ চাঁদকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে বলে মত বিজ্ঞানীদের।