কাউন্টডাউন শুরু! কীভাবে সফ্ট ল্যান্ডিং করবে চন্দ্রযান ৩?

আর কয়েক ঘণ্টা আর তারপরেই চাঁদের দুয়ারে ভারত। যে গতিবেগে এখন রয়েছে চন্দ্রযান ৩ তা আস্তে আস্তে গতি কমাবে। সেই প্রক্রিয়া জেনে নিন এখানে ক্লিক করে।

author-image
Anusmita Bhattacharya
New Update
chandra 3.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আর কয়েক ঘণ্টা। কাউন্টডাউন হয়ে গেছে শুরু। চাঁদে পা রাখার অপেক্ষায় ভারত। চন্দ্রযান ৩- এর গন্তব্য চাঁদের অগম্য দক্ষিণ মেরু। 

জানা গেছে যে কয়েকটি ধাপে গতি কমিয়ে আনবে ল্যান্ডার বিক্রম। নামার সময় সমান্তরাল গতিবেগ থাকবে ঘণ্টায় ১.৬৮ কিলোমিটার। চন্দ্রপৃষ্ঠ থেকে চন্দ্রযান যখন ৭.৪ কিলোমিটার উপরে তখন সমান্তরাল গতিবেগ হবে ৩৫৮ মিটার/সেকেন্ড। নামার গতিবেগ হবে ৬১ মিটার/সেকেন্ডের কম। চাঁদের মাটি থেকে চন্দ্রযান যখন ৬.৮ কিলোমিটার উপরে তখন সমান্তরাল গতিবেগ কমে হবে ৩৩৬ মিটার/সেকেন্ড। নামার গতিবেগ হবে সেকেন্ডে ৫৯ মিটারের কম। চাঁদের মাটি থেকে চন্দ্রযান যখন ১৩০০ মিটার উপরে তখন সমান্তরাল এবং উল্লম্ব গতিবেগ দুইই হবে শূন্য।