সমাজের সব স্তরের মানুষের আস্থা অর্জন জরুরি ! অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

কি বললেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি. ওয়াই. চন্দ্রচূড় ?

author-image
Debjit Biswas
New Update
dy chandrachur

নিজস্ব সংবাদদাতা: এবার অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code - UCC) নিয়ে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডি. ওয়াই. চন্দ্রচূড়। তিনি বলেন,''সংবিধানে অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজনীয়তা প্রকাশ করা হয়েছে। আমি বলেছিলাম যে, সংবিধানের জন্ম ও প্রতিষ্ঠার ৭৫ বছর পর এই সাংবিধানিক আকাঙ্ক্ষা ও লক্ষ্য উপলব্ধি করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।"

Mamata Chandrachurr.jpg

এরপর তিনি বলেন,''একই সময়ে, আমি এটাও বলতে চাই যে সমাজের প্রতিটি অংশ এবং সম্প্রদায়ের আস্থা অর্জন করেই  এটি করা উচিত। এই আস্থা তৈরি করতে হবে যে, এটি সত্যিই একটি ন্যায়ভিত্তিক ভারতীয় সমাজ তৈরির স্বার্থে করা হচ্ছে, যা আমাদের দেশে সত্যিই গড়ে তুলতে হবে।"