চন্দ্রবাবু নাইড়ু : জামিন? আদালতে কি মিললো স্বস্তি?

চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী থাকাকালীন যুবকযুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে তৈরি করেন স্কিল ডেভলপমেন্ট কর্পোরেশন। এর জন্য ৩৭১ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য। কিন্তু অভিযোগ ওঠে, টাকা খরচের নামে সবটাই হাতবদল হয়ে বেরিয়ে যায়।

author-image
Pallabi Sanyal
New Update
adsad

ফাইল ছবি



নিজস্ব সংবাদদাতা : দুর্নীতির দায়ে গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু।তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলা বাতিলের জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন তিনি।কিন্তু ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাকে জেলেই থাকতে হয় কারণ আর্জি বিবেচনার সময় পিছিয়ে দিয়েছিল আদালত। আজ সেই দিন। কী হল আদালতে? প্রাক্তন মুখ্যমন্ত্রী কি জামিন পেলেন? মিললো স্বস্তি? এবারেও জামিনের আবেদনে স্থগিতাদেশ আদালতের। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান এন চন্দ্রবাবু নাইড়ুর জামিনের আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে।চন্দ্রবাবু নাইড়ুকে  এর আগে ১০ সেপ্টেম্বর ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। আজও মিললো না জামিন।