রামের স্মরণে নাইডুও!

আজ আমন্ত্রণে সাড়া দিয়ে রাম মন্দিরে পা রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GEVxx1AXcAAS_xC.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ বিরোধের দিন না, আজ সম্প্রীতির দিন। আজ পুরুষোত্তম রামের দিন। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসে বিশিষ্ট অতিথিদের সংখ্যা কম করে ৮ হাজার বা তারও বেশি। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা আজ উপস্থিত হয়েছেন সেখানে। কারণ একটাই এই বিশেষ মুহুর্তের সাক্ষী থাকতে। তেমনই আজ আমন্ত্রণে সাড়া দিয়ে রাম মন্দিরে পা রাখলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু। রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে পৌঁছেছেন তিনিও।

hiren