চণ্ডীগড় আদালতের নির্দেশ: আইএএস অফিসার অমনীত পি. কুমারকে ১৫ অক্টোবরের মধ্যে জবাব দিতে হবে

প্রয়াত আইপিএস কর্মকর্তা ওয়াই. পুরন কুমারের ময়নাতদন্ত-পরবর্তী পরিচয় সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশ।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: চণ্ডীগড় আদালত আইএএস অফিসার অমনীত পি. কুমার-কে নির্দেশ দিয়েছে যে, প্রয়াত আইপিএস কর্মকর্তা ওয়াই. পুরন কুমার-এর ময়নাতদন্ত-পরবর্তী পরিচয় (post-mortem identification) সংক্রান্ত বিষয়ে তিনি ১৫ অক্টোবরের মধ্যে আদালতে জবাব দাখিল করবেন।

আদালত জানিয়েছে, এই বিষয়ে যথাযথ নথি ও ব্যাখ্যা জমা দেওয়া বাধ্যতামূলক। মামলাটি বর্তমানে বিচারাধীন, এবং আদালতের পরবর্তী শুনানিতে সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।