BREAKING: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বড় পদক্ষেপ ! একাধিক সংস্থার বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হল উচ্চপর্যায়ের দল

কি পদক্ষেপ নিল কেন্দ্র ?

author-image
Debjit Biswas
New Update
amit shah bjjp.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA), সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (CBRI) রুরকি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি (IITM) পুনে, ভূতত্ত্ববিদ এবং আইআইটি ইন্দোর-এর বিশেষজ্ঞদের নিয়ে,একটি বহুখাতভিত্তিক কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল গঠন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। আজ ঠিক এই তথ্যই জানানো হয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) এক বিবৃতিতে। এই দল বিভিন্ন প্রাকৃতিক ও অবকাঠামোগত দুর্যোগ মোকাবিলায় সমন্বিত মূল্যায়ন ও কারিগরি সহায়তা প্রদান করবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় বিশ্লেষণ, তদন্ত ও সুপারিশের জন্য এই বিশেষজ্ঞ দল প্রয়োজনে মাঠপর্যায়ের তদন্তেও যাবে।

disaster china.jpg