ইন্ডিগোর সংকটে দাম বৃদ্ধি ! বিমান ভাড়ায় লাগাম টানল কেন্দ্র, কড়া নির্দেশ জারি সমস্ত এয়ারলাইন্সের জন্য

কি জানালেন মন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
Ram Mohan Naidu Kinjarapu2.jpg

নিজস্ব সংবাদদাতা : ইন্ডিগো (IndiGo)-র ফ্লাইট পরিষেবা বিপর্যয়ের কারণে অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়ায় যে অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছিল, তাতে হস্তক্ষেপ করল কেন্দ্র। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী (Union Minister of Civil Aviation) রাম মোহন নাইডু কিঞ্জারাপু (Ram Mohan Naidu Kinjarapu) ট্যুইট করে জানিয়েছেন, মন্ত্রক সব এয়ারলাইন্সকে নির্ধারিত ভাড়া সীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে।

রাম মোহন নাইডু কিঞ্জারাপু (Ram Mohan Naidu Kinjarapu) নিজের ট্যুইটে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ইন্ডিগোর ফ্লাইট অপারেশনে বিঘ্ন ঘটায় ভাড়া অযৌক্তিকভাবে বেড়ে যাওয়ার বিষয়টি মন্ত্রক বিবেচনায় নিয়েছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং বাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

indigo

তিনি জানান,''ইন্ডিগোর ফ্লাইট অপারেশনে বিঘ্ন ঘটায় ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টি বিবেচনা করে, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সমস্ত এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে নির্ধারিত ভাড়া সীমা কঠোরভাবে মেনে চলার জন্য।"