New Update
/anm-bengali/media/media_files/l0VWeD4ItOwVVkZjo85q.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ অক্টোবরে পুজোর আগেই সেপ্টেম্বরে আসতে পারে সুখবর। বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র। সেপ্টেম্বর মাসেই বাড়তে চলেছে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স। পাশাপাশি পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর-ও বাড়তে চলেছে। সূত্রে খবর, সেপ্টেম্বরেই ডিএ-ডিআর বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার। এবার সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। যদি এবার ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়, তবে কেন্দ্রের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us