IRCTC ও IRFC-কে নবরত্ন মর্যাদা দিল কেন্দ্র সরকার

দেখে নিন এই মর্যাদার ফলে কি কি সুবিধা পাবে এই দুই সংস্থা।

author-image
Debjit Biswas
New Update
indian railways.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ কেন্দ্রীয় সরকার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এবং ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন (IRFC)-কে নবরত্ন মর্যাদা প্রদান করেছে। নবরত্ন কোম্পানি হিসেবে IRCTC এবং IRFC এখন বিভিন্ন বড় বড় প্রকল্পে সরাসরি বিনিয়োগ করতে পারবে এবং নিজেদের ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণের সুযোগ পাবে।