BREAKING: ছয় মাস চাকরির মেয়াদ বাড়ল গুজরাটের ডিজিপি (DGP) বিকাশ সহায়ের !

কেন নেওয়া হল এই সিদ্ধান্ত ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : এবার গুজরাটের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP), বিকাশ সহায়ের চাকরির মেয়াদ,আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়ে দিল ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি। আজ ৩০ জুন, ২০২৫ তারিখেই অবসর নেওয়ার কথা ছিল বিকাশ সহায়ের। তবে অল ইন্ডিয়া সার্ভিস (ডিসিআরবি) রুলস, ১৯৫৮-এর রুল ১৬(১) কিছুটা শিথিল করে, তাঁর মেয়াদ বিশেষ জনস্বার্থে বাড়ানো হয়েছে। এখন তিনি আরও ছয় মাস এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

x