/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মারাঠওয়াড়ার বন্যাদুর্গতদের জন্য কেন্দ্রীয় সরকার ১,৫৬৬ কোটি টাকার সাহায্য প্যাকেজ ঘোষণা করেছে। এই ঘোষণা প্রসঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এক্স (পূর্বে টুইটার)-এ একটি বার্তায় বলেন, “কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে বন্যাদুর্গতদের সহায়তা প্রদান প্রক্রিয়া আরও দ্রুততর হবে। অতিরিক্ত এই অনুদানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে ত্বরিতভাবে পৌঁছানো সম্ভব হবে।”
শিন্ডে আরও লেখেন, “মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁরা রাজ্যের বন্যাদুর্গত মানুষের দুরবস্থা বুঝে যে সহায়তার ঘোষণা করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।”
উল্লেখ্য, সম্প্রতি মারাঠওয়াড়ার একাধিক জেলায় অতি বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, যেখানে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং কৃষিক্ষেত্রে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। কেন্দ্রের এই আর্থিক সহায়তা পুনর্বাসন ও ক্ষতিপূরণ কার্যক্রমে নতুন গতি আনবে বলে প্রশাসনিক মহলে আশা করা হচ্ছে।
Maharashtra Deputy CM Eknath Shinde tweets, "The Central Government has announced an aid of Rs 1,566 crore for the flood victims in Marathwada. This will speed up the process of providing assistance to the flood victims and it will be possible to reach them with this additional… pic.twitter.com/jfK8BxdDLq
— ANI (@ANI) October 20, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us