‘ওয়াকফ এক ধরনের দান, ইসলামের দরকারি কোনও অংশ নয়’, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র

ওয়াকফ কেবল একটি ‘দান’-এর রূপ, যা অন্য ধর্মেও বিদ্যমান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
waqf-board

File Picture

নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ ইসলামের একটি ধারণা হলেও তা ধর্মের অপরিহার্য অংশ নয়, এমনই মন্তব্য করল কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে। বুধবার বিচারপতিদের উদ্দেশে এই বক্তব্য পেশ করেন ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি স্পষ্ট করেন, ওয়াকফ কেবল একটি ‘দান’-এর রূপ, যা অন্য ধর্মেও বিদ্যমান।

কী বলেছেন তুষার মেহতা?

সলিসিটর জেনারেল এদিন আদালতে জানান, “ওয়াকফ একটি ইসলামী ধারণা, কিন্তু এটি ইসলামের অপরিহার্য অঙ্গ নয়। কেবল দান হিসেবেই একে দেখা উচিত। প্রতিটি ধর্মেই দানের প্রচলন আছে— খ্রিস্টানদের, হিন্দুদের, শিখদের মধ্যেও”।

তিনি আরও বলেন, “ওয়াকফ বোর্ডগুলি কেবলমাত্র ধর্মনিরপেক্ষ কাজকর্ম পরিচালনা করে। তাই একজন মুসলিমও মন্দিরের প্রশাসনে থাকতে পারেন। কারণ মন্দির প্রশাসন একটি সম্পূর্ণ ধর্মীয় কার্যকলাপ, যেখানে নির্দিষ্ট ধর্মীয় নিয়ম মেনে চলা হয়”।

Supreme court

 সলিসিটর জেনারেল এও বলেন যে, কেন্দ্র সরকারের আইনি ক্ষমতা আছে ওয়াকফ ঘোষিত জমি পুনরুদ্ধার করার, যদি তা বেআইনিভাবে ওয়াকফ ঘোষিত হয়ে থাকে। এই বক্তব্যের মাধ্যমে সরকার স্পষ্ট করতে চায়, ওয়াকফ বোর্ডের কাজ প্রশাসনিক ও ধর্মনিরপেক্ষ প্রকৃতির, এবং ধর্মের মৌলিক অধিকারের সুরক্ষার আড়ালে কোনও অবৈধ জমি দখল চলতে পারে না।

কেন্দ্রের এই বক্তব্য ওয়াকফ বিতর্কে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার, সুপ্রিম কোর্ট কী ব্যাখ্যা দেয় এবং কী সিদ্ধান্তে পৌঁছায়। এটি শুধু ধর্মীয় অধিকার নয়, প্রশাসনিক নীতির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যু হয়ে উঠেছে।