মানি লন্ডারিং মামলা! আর রক্ষা নেই, এবার গ্রেফতার শাহ

মানি লন্ডারিং মামলায় ইডির জালে জেডিইউ বিধায়ক রাধাচরণ শাহ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
,মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বুধবার রাতে জেডিইউ-র এমএলসি রাধাচরণ শাহকে ভোজপুর জেলার আরায় তাঁর বাসভবন থেকে গ্রেফতার করেছে। ইডি-র এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা আরা এলাকায় দিনভর তল্লাশি অভিযান শেষ করার পর শাহকে গ্রেফতার করা হয়।

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) কঠোর ধারায় শাহকে গ্রেফতার করা হয়েছে। গত পাঁচ মাসে দ্বিতীয়বার শাহের সম্পত্তিতে তল্লাশি চালিয়েছে ইডি। গত ৬ মে এমএলসি ও তাঁর সহযোগীদের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি।