পাকিস্তানি পণ্য বিক্রি করলেই এবার কড়া শাস্তির মুখে পড়বে Amazon, Flipkart, জানালো কেন্দ্র

অসংবেদনশীলতা সহ্য করা হবে না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এবার কড়া ব্যবস্থার কথা ঘোষণা করে দিলেন অনলাইন পণ্য সংস্থাগুলির বিরুদ্ধে। এদিন মন্ত্রী টুইট করে লিখেছেন, "সিসিপিএ পাকিস্তানি পতাকা এবং সম্পর্কিত পণ্য বিক্রির বিষয়ে অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট, উবুই ইন্ডিয়া, ইটসি, দ্য ফ্ল্যাগ কোম্পানি এবং দ্য ফ্ল্যাগ কর্পোরেশনকে নোটিশ জারি করেছে। এই ধরনের অসংবেদনশীলতা সহ্য করা হবে না। ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে অবিলম্বে এই ধরনের সমস্ত বিষয়বস্তু অপসারণ এবং জাতীয় আইন মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে”।

Gq60CaybEAAupRs