New Update
/anm-bengali/media/media_files/vJsnxT4JWqz0cqXLMfGS.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: ভোটার কার্ডের (Voter Card) সঙ্গে আধার কার্ডের (Aadhaar Card) সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু করা হয়নি। তাই এই মুহূর্তে লিঙ্ক করার প্রয়োজন নেই। সম্প্রতি রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। তিনি জানিয়েছেন ওটা বিষয়ে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে। এছাড়া এই সংযুক্তিকরণের (Link) জন্য কোনও সময়সীমা এখনও বেঁধে দেওয়া হয়নি। তাই যারা এখন লিঙ্ক করাবে না তাদের নাম ভোটার তালিকা (Voter List) থেকে বাদ দেওয়া হবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us