বিহারের ভোটার তালিকা নিয়ে স্পষ্ট বক্তব্য পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী

'এতে আপত্তি করার কোনও প্রয়োজন নেই'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vote cfrggfjh

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) অনুশীলন সম্পর্কে এবার নয়া মন্তব্য পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "প্রশ্ন তোলা বিরোধীদের কাজ। নির্বাচন কমিশন সন্দেহ করছে যে কিছু বাংলাদেশি এখানে তাদের নাম নিবন্ধন করে ভোট দেন। অতএব, একটি নতুন নিয়ম প্রতিষ্ঠিত হয়েছে যার জন্য ব্যক্তিদের তাদের জন্ম সনদ প্রদান করতে হবে। যদি তারা বিহারে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে কোনও সমস্যা নেই। বিরোধীরা বলছে যে নির্বাচন কমিশন বিজেপির কথা শোনে। বিজেপির কথা শোনার অর্থ কী? বিজেপির ভোটারদের জন্য কি কোনও সহনশীলতা আছে? তাদের কি জন্ম সনদ প্রদান করার কথা নয়? সমস্ত নতুন ভোটারদের জন্য জন্ম সনদ বাধ্যতামূলক করার জন্য একটি নিয়ম করা হয়েছে। এতে আপত্তি করার কোনও প্রয়োজন নেই"।

ramdas atthawaleq2.jpg