/anm-bengali/media/media_files/s2Su4Y9o5RUZnNTvti2Q.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদ নিয়ে ফের কেন্দ্রীয় মন্ত্রীর নিশানায় তৃণমূল। এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, “মুর্শিদাবাদের ঘটনা প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস সরকার হিন্দুদের ঘণ্টার পর ঘণ্টা মরতে ছেড়ে দিয়েছিল। ঠিক যেমন ১৯৪৬ সালে জিন্নাহর ডাইরেক্ট অ্যাকশন ডে-তে মানুষ যখন অন্যদের হত্যা করছিল তখন সরকার নীরবে তাকিয়ে ছিল, ঠিক তেমনি মুসলিমরা তাদের জাত জিজ্ঞাসা করে মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল, এবং তৃণমূল কংগ্রেস সরকার নীরবে তাকিয়ে ছিল। ভোট তুষ্টির জন্য, মমতা সরকার হিন্দু বিরোধী সরকারে পরিণত হয়েছে”।
/anm-bengali/media/media_files/rwIhqJhg9u6KiiuabiLi.jpg)
একই সাথে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে অপারেশন সিন্দুর সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “কংগ্রেসের ভাষা দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে এবং পাকিস্তানের পক্ষে”।
#WATCH | Patna, Bihar | Union Minister Giriraj Singh says, "The Murshidabad incident proves that the TMC government left the Hindus to die for hours. Just as the government was watching silently while people killed others during Jinnah's Direct Action Day in 1946, the Muslims… pic.twitter.com/SQ0uZLXW2r
— ANI (@ANI) May 21, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us