বড় খবর: গ্যাসের দাম কমাচ্ছে সরকার!

দেশে কমবে প্রাকৃতিক গ্যাসের দাম। তবে এর জন্য বিশেষ ফর্মুলা প্রয়োগ করছে মোদী সরকার। কী সেই ফর্মুলা? সরকারের দাবি, এতেই সস্তা হবে গ্যাসের দাম।

author-image
Anusmita Bhattacharya
New Update
cng

পেট্রোল পাম্প

নিজস্ব সংবাদদাতা: দেশে কমবে প্রাকৃতিক গ্যাসের দাম (Gas Price)। তবে এর জন্য বিশেষ ফর্মুলা প্রয়োগ করছে মোদী সরকার (Modi Govt)। কী সেই ফর্মুলা? দাম এখন ভারতীয় অপরিশোধিত ক্রুড বাস্কেটের দামের ভিত্তিতে নির্ধারণ করা হবে। ৫ মাস অন্তরের বদলে প্রতি মাসে কম্প্রেস্ড ন্যাচারাল গ্যাস (Compressed Natural Gas), পাইপড ন্যাচারাল গ্যাস (Piped Natural Gas)গ্যাসের দাম নির্ধারণ করা হবে। সরকারের দাবি, এতেই সস্তা হবে গ্যাসের দাম। গৃহস্থালির গ্রাহকরা স্থিতিশীল মূল্যে গ্যাস পাবেন। সার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সস্তায় গ্যাস পাবে।