BIG NEWS: এবার আধার কার্ড নিয়ে বড় স্টেপ মোদী সরকারের

এবার আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এখনই পড়ে নিন।

author-image
Anusmita Bhattacharya
New Update
aadhaar

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণের জন্য আধার কার্ড গ্রহণ করার ক্ষেত্রে এবার সম্মতি দিল কেন্দ্রীয় সরকার। প্রয়োজনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া জন্ম বা মৃত্যুর সময় আধার কার্ড প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন বলে জানাল সরকার। রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্টের অন্তর্ভুক্ত রেজিস্ট্রার আধার ব্যবহার করা হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন নিজেই। কোনও ব্যক্তির জন্ম বা মৃত্যুর সময় যে পরিচয়ের প্রমাণ চাওয়া হয়, তা প্রমাণ করার জন্য আধার নম্বর খতিয়ে দেখা হতে পারে এবার। তবে এই রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়। ২০২০ সালেই কেন্দ্রের ইলেকট্রনিক ও ইনফরমেশন মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রশাসনের স্বার্থে ও সরকারি টাকা তছরূপ আটকাতে আধার ব্যবহার করার ব্যাপারে।