New Update
/anm-bengali/media/media_files/E3X57Si8VZH8sY1V8e5Y.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employee) জন্য সুখবর। গত ২৪ মার্চ মন্ত্রিসভা মহার্ঘ্য ভাতা (DA) ৩৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করে। এখন কর্মচারীরা এপ্রিলের বেতনের (Salary) সাথে এটি পাবে। একই সঙ্গে তারা ৩ মাসের বকেয়াও পাবে। মূল বেতন ৩০,০০০ টাকা হলে তার বেতন প্রতি মাসে ১,২০০ টাকা বাড়বে। বার্ষিক ভিত্তিতে, মোট বেতনে সরাসরি ১৪,৪০০ টাকা বৃদ্ধি হবে। মন্ত্রিপরিষদ সচিবের কর্মকর্তাদের বেতন মাসে ১০ হাজার টাকা করে বেড়েছে। মন্ত্রিপরিষদ সচিবের মূল বেতন প্রতি মাসে আড়াই লাখ। ফলে বছরে তার বেতন বেড়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us