New Update
/anm-bengali/media/media_files/Ze6PtbdMUcfbEAnfThCM.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: পয়লা বৈশাখেই ডিএ (DA) নিয়ে এলো বড় খবর। এক ধাক্কায় সরকারি কর্মীদের (Central Govt) ভাতা বাড়তে চলেছে হাজার হাজার টাকা। ডিএ বেড়ে হবে ৫০ শতাংশ, এমনটাই শোনা যাচ্ছে। কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ এখন বেড়ে হয়েছে ৪২ শতাংশ। তবে জুলাইয়ে আবার বাড়বে। জুলাইয়ে ডিএ বৃদ্ধি (DA Hike) পেতে পারে আরও ৪ শতাংশ। বাড়িয়ে ৫০ শতাংশ পর্যন্ত করা হতে পারে। ৫০ শতাংশ মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে যোগ হলে মূল বেতন বাড়বে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us