/anm-bengali/media/media_files/2024/11/27/J6yrri6h6ji4GHJDEc15.webp)
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তে সিলমোহর দিল। ২০২৪-২৫ অর্থবর্ষে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে (EPF) ৮.২৫% হারে সুদ দেওয়ার প্রস্তাবকে অনুমোদন করল কেন্দ্র।
/anm-bengali/media/media_files/2025/03/11/nkx3iCPydj1rRcCJpjHG.jpg)
এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ EPF সদস্য উপকৃত হবেন। এর আগে ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড (CBT) এই সুদের হার প্রস্তাব করেছিল। তারা বার্ষিক ৮.২৫% হারে সুদ দেওয়ার সুপারিশ করেছিল সদস্যদের অ্যাকাউন্টে জমা থাকা অর্থের উপরে। সাধারণত CBT এই সুদের হার নির্ধারণ করে, যা পরে অর্থ মন্ত্রকের অনুমোদনের অপেক্ষায় থাকে। এবারও সেই পদ্ধতিই অনুসৃত হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, সামগ্রিক আর্থিক পরিস্থিতি এবং বিনিয়োগের লাভ বিবেচনা করেই এই হার নির্ধারণ করা হয়েছে। এটি গত অর্থবর্ষের তুলনায় কিছুটা বেশি এবং কর্মচারীদের মধ্যে স্বস্তির হাওয়া বইছে বলেই মত বিশেষজ্ঞদের।
Central government ratifies an interest rate of 8.25% on employees' provident funds for the 2024-25 fiscal year.
— ANI (@ANI) May 24, 2025
The Central Board of Trustees (CBT) recommended in its February meeting that 8.25% annual rate of interest be credited on EPF accumulations in members’ accounts for…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us