BREAKING: এবার বাম্পার ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ! জারি হল নতুন নির্দেশিকা

বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, ছুটির নতুন নির্দেশিকা জারি করা হল কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এই নতুন নির্দেশিকা অনুযায়ী,এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে ৩০ দিনের অর্জিত ছুটি (Earned Leave), ২০ দিনের অর্ধ-মজুরির ছুটি (Half Pay Leave), ৮ দিনের নৈমিত্তিক ছুটি (Casual Leave), এবং ২ দিনের সীমিত ছুটি (Restricted Holiday) নিতে পারবেন। এই ছুটিগুলি কর্মচারীরা নিজের ব্যক্তিগত কারণে, এমনকি প্রবীণ পিতা-মাতার দেখাশোনার জন্যও ব্যবহার করতে পারবেন বলে এই নির্দেশে জানানো হয়েছে। কেন্দ্র সরকারের এই পদক্ষেপকে একটি সহানুভূতিশীল ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রকাশ হিসেবে দেখা হচ্ছে, যা কেন্দ্র সরকারি কর্মচারীদের পরিবার ও কাজের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। 

employeeq1.jpg