সিবিল স্কোরের জন্য বাতিল করা যাবে না প্রথমবার ঋণগ্রহীতাদের ঋণ ! অবস্থান স্পষ্ট করলো কেন্দ্র

কি জানালো কেন্দ্র ?

author-image
Debjit Biswas
New Update
jpg

নিজস্ব সংবাদদাতা : শুধুমাত্র সিবিল (CIBIL) স্কোর নেই বলে কোনও নতুন ঋণগ্রহীতার ঋণের আবেদন বাতিল করা যাবে না.আজ এমনটাই জানালো কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। প্রথমবার যারা ঋণ নিচ্ছেন, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। আজ লোকসভায় এই বিষয়ক এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন,''ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) সমস্ত ব্যাঙ্ক এবং ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে যে,আগে কোনও লোন নেওয়া নেই,শুধুমাত্র এই কারণ দেখিয়ে কোনও নতুন ঋণগ্রহীতার ঋণের আবেদন প্রত্যাখ্যান করা যাবে না।

rbi .jpg

তিনি আরও স্পষ্ট করে জানান যে, ''আরবিআই (RBI) ঋণগ্রহীতাদের জন্য কোনও নির্দিষ্ট বা সর্বনিম্ন ক্রেডিট স্কোর নির্ধারণ করেনি। ঋণদাতা সংস্থাগুলি তাদের বাণিজ্যিক বিবেচনার ভিত্তিতে এবং বোর্ডের অনুমোদিত নীতি ও আরবিআই (RBI)-এর নির্দেশিকা অনুসারে সিদ্ধান্ত নেয়। একটি ক্রেডিট ইনফরমেশন রিপোর্ট (যেমন সিভিল) শুধুমাত্র বিভিন্ন মাপকাঠির মতোই একটি ইনপুট মাত্র।''