পটকা নয় প্রদীপের সাথে দীপাবলি পালন করুন

কালীপুজোর পটকা, বিষাক্ত ধোঁয়া যুক্ত আতশবাজি স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। এতে মানুষের নিঃশ্বাসের কষ্ট পর্যন্ত হতে পারে। এছাড়াও, নিরীহ প্রাণীদেরও বাজি থেকে দূরে থাকা দরকার।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির দূূষণের মাত্রা খুব একটা ভালো নয়। তাই এই শুভ দীপাবলির মরসুমে সমগ্র দিল্লিবাসীকে পটকা বাজি না ফাটনোর জন্য অনুরোধ করেছেন দিল্লির পরিবেশ মন্ত্রী। 

hiren

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন, " আমি দিল্লি এবং দিল্লির আশেপাশের অঞ্চলের লোকদের কাছে আবেদন করছি দীপাবলি হল প্রদীপের উৎসব। প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করুন। কিন্তু পটকা ফাটিয়ে কষ্ট করবেন না। মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য এটি হানিকারক। '' 

hiring.jpg