সংঘর্ষ আপাতত স্থগিত, সকাল থেকে খানিকটা স্বাভাবিক ভূ-স্বর্গ

আপাতত স্বাভাবিক রয়েছে উপত্যকা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
667hhn

File Picture

নিজস্ব সংবাদদাতা: গত রাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলেও বেশি রাত পর্যন্ত তা টানতে পারেনি পাকিস্তান। কেননা পাল্টা সেই হামলার জবাব দিয়েছে ভারতও। ভারতীয় সেনাবাহিনী লড়াই চালিয়েছে জোরালো ভাবে। একই সাথে ভারত থেকে এই কড়া বার্তাও দেওয়া হয়, যে তাঁদের এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ফল তাঁদেরকে বুঝতে হবে। বিএসএফ-কে সম্পূর্ণ ছাড় দেওয়া হয় হামলা প্রতিহত করার। ভারত যে এই লঙ্ঘন ভালোভাবে নেবে না, তা কার্যত কাল রাতেই স্পষ্ট করে দেওয়া হয়। অবশ্য তারপরই আসতে আসতে গোলাবর্ষণ বন্ধ হতে থাকে। 

আজ ভোর থেকে আর কোনও ফায়ারিং-এর শব্দ শোনা যায়নি। হয়নি ড্রোন হানাও। ফলে স্বাভাবিক জীবনে ফিরেছে উপত্যকার সাধারণ মানুষ। সকাল থেকে খুলেছে দোকানপাট। রাস্তায় বেড়িয়েছে সাধারণ মানুষ। চলছে যানবাহনও। ফলে আপাতত স্বাভাবিক রয়েছে উপত্যকা।