শত্রুপক্ষের বিরুদ্ধে অভিযান কেমন হবে? ফের আলোচনায় জানালেন সিডিএস

যৌথ মতবাদের অশ্রেণীবদ্ধ সংস্করণ প্রকাশ করলেন বৃহস্পতিবার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GxwJ1_ZW8AAdYlY

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে চিফস অফ স্টাফ কমিটির বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং সামরিক বিষয়ক বিভাগের সচিব আনুষ্ঠানিকভাবে সাইবারস্পেস অপারেশনস এবং উভচর অপারেশনসের জন্য যৌথ মতবাদের অশ্রেণীবদ্ধ সংস্করণ প্রকাশ করলেন বৃহস্পতিবার। এই মতবাদগুলির অশ্রেণীবদ্ধকরণ যৌথ যুদ্ধের ধারণাগুলির দৃশ্যমানতা, গ্রহণযোগ্যতা এবং বৃহত্তর প্রচার বৃদ্ধির জন্য ভারতের প্রতিশ্রুতিকে তুলে ধরবে বলে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে।

anil chouhan