অপারেশন সিঁদুর ঘিরে সরগরম সেনা ঘাঁটি! উত্তর ও পশ্চিম কমান্ডে পৌঁছালেন CDS অনিল চৌহান

অপারেশন সিন্দুরের অগ্রগতি খতিয়ে দেখতে উদমপুর ও চণ্ডিমন্দির সেনা ঘাঁটিতে যান CDS জেনারেল অনিল চৌহান। দুই কমান্ডারসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে কৌশলগত বৈঠক।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান ২৫ মে পৌঁছান জম্মু ও কাশ্মীরের উদমপুরে ভারতীয় সেনার নর্দার্ন কমান্ড ও হরিয়ানার চণ্ডিমন্দিরে ওয়েস্টার্ন কমান্ডে। দুই স্থানেই সেনা কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এই সফরের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রতিক অপারেশন সিঁদুর-এর অগ্রগতি খতিয়ে দেখা এবং উত্তর ও পশ্চিম থিয়েটারে সেনার কৌশলগত প্রস্তুতি পর্যালোচনা করা।

Operation sindoor

উদমপুরে তিনি নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা এবং চণ্ডিমন্দিরে ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ারের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন।

এই দুই বৈঠকে অপারেশন সিন্দুরের পরিকল্পনা, বাস্তবায়ন এবং সামরিক ঘুঁটি সাজানোর বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেনার শীর্ষকর্তারা যাঁরা সরাসরি এই অপারেশনে যুক্ত ছিলেন, তাঁদের সঙ্গেও CDS মতবিনিময় করেন।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সীমান্ত পরিস্থিতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলির উপর নজর রেখে এই পরিদর্শন এবং কৌশলগত মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ ছিল।