/anm-bengali/media/media_files/J9znse8U2uEgQcCVLdhV.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : মাতৃভাষার কদর বাড়ছে!প্রাথমিক স্তর থেকেই পড়ুয়াদের মাতৃভাষায় শিক্ষাদানের জন্য এ বার উদ্যোগী হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ইংরেজির পাশাপাশি ভারতীয় ভাষাগুলিতেও শিক্ষা প্রদানের ভাবনা সিবিএসইর।সিবিএসই-র অধীনে থাকা দেশের সমস্ত স্কুলের প্রধানকে এ নিয়ে একটি নির্দেশিকাও পাঠানো হয়েছে। এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার ট্যুইট রিট্যুইট করে নয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, ''আমি জেনে আনন্দিত যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) তার অধিভুক্ত স্কুলগুলিকে প্রাক-প্রাথমিক পর্যায় থেকে ক্লাস ১২ পর্যন্ত শিক্ষার ঐচ্ছিক মাধ্যম হিসাবে মাতৃভাষা ব্যবহার করার অনুমতি দিয়েছে।জাতীয় শিক্ষানীতি ২০২০-র বিধানগুলি বাস্তবায়নের অভিপ্রায় অনুসারে এটি অবশ্যই একটি স্বাগত পদক্ষেপ যা প্রাথমিক স্তর থেকে তরুণ শিক্ষার্থীদের মধ্যে তাদের মাতৃভাষার উপর একটি নির্দিষ্ট ফোকাস রেখে বহুভাষিকতার উপর জোর দেয়।''
I am elated to know that the Central Board of Secondary Education (CBSE) has allowed its affiliated Schools to use mother tongue as an Optional Medium of instruction from Pre-primary stages to Class 12.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 22, 2023
This is certainly a welcome move taken in accordance with the intention to… https://t.co/j5yalabHux