তিহার যেতে চায় সিবিআই!

গরু পাচার মামলায় চাঞ্চল্যকর তথ্য। হদিশ মিললো অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির! আদালতে জানালো সিবিআই। কী পদক্ষেপ? নজরে কেষ্টর কালো টাকা ও সম্পত্তি।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
cbi.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : গরু পাচার মামলার তদন্তে নতুন তথ্য! এবার তিহার যেতে চায় সিবিআই। অনুব্রত মণ্ডলের আরো সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সন্ধান মিলেছে নতুন একটি চালকলের। এছাড়াও রয়েছে জমি ও পেট্রোল পাম্প। ১৫ একরের বেশি ওই জমির রেজিষ্ট্রেশন করা হয়েছে নগদ টাকায়। জমির মূল্য ৫০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে অনুমান। সম্পত্তি রয়েছে কেষ্ট ঘনিষ্ঠদের নামে। 

tihar.jpg

সিবিআই আদালতকে জানিয়েছে যে বীরভূমের একটি পেট্রোল পাম্পের মালিক কেষ্ট কন্যা সুকন্যা। জড়িয়ে রয়েছে তৃণমূল নেতার ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের নামও। পাশাপাশি একটি কনস্ট্রাকশন কোম্পানিতেও জমা পড়েছে গরু পাচারের কালো অর্থ। কোম্পানির মালিক আর কেউ নন, অনুব্রতর প্রাক্তন দেহ রক্ষী সায়গল হোসেন। সব মিলিয়ে পরতে পরতে নয়া মোড় গরু পাচার মামলায়। এবার অনুব্রতকে জেরা করে সবটা পরিষ্কার ভাবে বুঝতে চাইছেন তদন্তকারীরা।