ঘুষের মামলায় ধৃত সাসপেন্ডেড আইপিএস অফিসারের বিরুদ্ধে এবার 'আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির' মামলা রুজু করল CBI

কেন এই মামলা রুজু করল CBI ?

author-image
Debjit Biswas
New Update
CBI pic.jpg

নিজস্ব সংবাদদাতা : সাসপেন্ডেড আইপিএস অফিসার হরচরণ সিং ভুল্লারের (Harcharan Singh Bhullar) বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি (Disproportionate Assets) থাকার কারণে একটি নতুন মামলা রুজু করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)।

এর আগে ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই ভুল্লারকে গ্রেপ্তার করেছিল। সেই সময় অভিযোগ উঠেছিল যে তিনি ৫ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। ঘুষ মামলায় গ্রেপ্তারের পর সিবিআই ভুল্লারের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালায়। এই তল্লাশিতে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তির হদিশ পাওয়া যায়। এই উদ্ধার হওয়া সম্পত্তির মধ্যে আছে- ১. নগদ ৭.৫ কোটি টাকা ২. ২.৫ কেজি ওজনের স্বর্ণালঙ্কার ৩. ২৬টি দামি ঘড়ি ইত্যাদি। 

CBI1.jpg

সিবিআই জানিয়েছে, উদ্ধার হওয়া এই সমস্ত সম্পত্তি ওনার আয়ের উৎস বা পরিচিত আয়ের বাইরে অর্জিত হয়েছে বলে মনে করা হচ্ছে। এই কারণে সিবিআই এখন তাঁর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি অর্জনের একটি নতুন মামলা দায়ের করেছে। এই মামলার মাধ্যমে ভুল্লারের সমস্ত সম্পত্তির উৎস এবং তা অর্জনের প্রক্রিয়া খতিয়ে দেখা হবে।