ইউনিয়ন ব্যাঙ্ক প্রতারণা মামলায় ম্যানেজার মনোজ শ্রীবাস্তবের ৪ বছরের জেল, ৩০ হাজার টাকা জরিমানা

কি সাজা দিল সিবিআই ?

author-image
Debjit Biswas
New Update
CBI pic.jpg

নিজস্ব সংবাদদাতা : ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার (Union Bank of India) নয়ডা এসএসআই (SSI) শাখার তৎকালীন ম্যানেজার মনোজ শ্রীবাস্তবকে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল সিবিআই (CBI) আদালত। আজ, অর্থাৎ ১৮.১০.২০২৫ তারিখে, গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালতের বিচারক মনোজ শ্রীবাস্তবকে এই সাজা দেন। আদালত মনোজ শ্রীবাস্তবকে ৪ বছরের কারাদণ্ড এবং ৩০,০০০ টাকা জরিমানা ধার্য করেছে।

CBI1.jpg