BREAKING: বড় সাফল্য পেল সিবিআই (CBI) ! আবু ধাবি থেকে দেশে ফিরল মুম্বইয়ের মাদক মামলায় পলাতক কুব্বাওয়ালা মুস্তাফা

বড় সাফল্য সিবিআইয়ের (CBI)।

author-image
Debjit Biswas
New Update
CBI pic.jpg

নিজস্ব সংবাদদাতা : সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা শাখা (IPCU) ও আবু ধাবির এনসিবির (NCB) যৌথ উদ্যোগে এবার অবশেষে ধরা পড়লো,মুম্বইয়ের মাদক মামলায় পলাতক কুখ্যাত দুষ্কৃতী কুব্বাওয়ালা মুস্তাফা। তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল। কুব্বাওয়ালা মুস্তাফার বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ দাখিল করেছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের মতে,''কুব্বাওয়ালা মুস্তাফা দেশের বাইরে থেকে মহারাষ্ট্রের সাংলিতে, একটি সিন্থেটিক ড্রাগ তৈরির কারখানা পরিচালনা করতেন। সেই কারখানা থেকে ১২৬.১৪১ কেজি মেফেড্রোন (Mephedrone) উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছিল, যার বাজারমূল্য ছিল প্রায় ২.৫২২ কোটি টাকা।'' এই বিষয়ে কুব্বাওয়ালা মুস্তাফা ও অন্যদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। আদালত তার নামে ওপেন ডেটেড গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল।

GvjKzyuWUAAXYmJ
CBI