রুবাইয়া সঈদ অপহরণ মামলা ! ৩৫ বছর পর ১০ লক্ষ টাকার পুরস্কার প্রাপ্ত 'ফেরার' আসামি গ্রেপ্তার

অবশেষে জালে অভিযুক্ত।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
CBI pic.jpg

নিজস্ব সংবাদদাতা : তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মোহাম্মদ সঈদ-এর কন্যা রুবাইয়া সঈদ-এর চাঞ্চল্যকর অপহরণ মামলায় জড়িত থাকার অভিযোগে সিবিআই (CBI) আজ একজন ফেরার আসামিকে গ্রেপ্তার করেছে। প্রায় ৩৫ বছর পুরোনো এই মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তের মাথার ওপর ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা ছিল। নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (JKLF)-এর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ।

১৯৮৯ সালের ৮ ডিসেম্বর শ্রীনগর থেকে রুবাইয়া সঈদকে অপহরণ করা হয়। এই ঘটনাটি জম্মু ও কাশ্মীর এবং ভারতের রাজনীতিতে এক সন্ধিক্ষণ সৃষ্টি করেছিল। অপহরণকারীরা রুবাইয়া সঈদের মুক্তির বিনিময়ে কারাগারে বন্দি থাকা পাঁচজন জঙ্গিকে মুক্তি দেওয়ার দাবি জানায়। শেষ পর্যন্ত, কেন্দ্র সরকারের হস্তক্ষেপে সেই দাবি মেনে নেওয়া হয় এবং জেকেএলএফ-এর পাঁচ জঙ্গিকে মুক্তি দেওয়া হয়, যার পরই রুবাইয়াকে ছেড়ে দেওয়া হয়েছিল।

CBI1.jpg

সিবিআই সূত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তি জেকেএলএফ-এর সক্রিয় সদস্য ছিলেন এবং রুবাইয়া সঈদকে অপহরণ করার ষড়যন্ত্রে তিনি সরাসরি যুক্ত ছিলেন। এই মামলার প্রধান অভিযুক্তদের মধ্যে জেকেএলএফ প্রধান ইয়াসিন মালিক-ও রয়েছেন, যিনি বর্তমানে সন্ত্রাসবাদে অর্থ যোগান দেওয়ার অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। ২০২২ সালের জুলাই মাসে রুবাইয়া সঈদ নিজেই ইয়াসিন মালিককে তাঁর অপহরণকারীদের মধ্যে একজন হিসেবে আদালতে চিহ্নিত করেছিলেন।

গ্রেপ্তার হওয়া এই ফেরার আসামিকে এখন সিবিআই হেফাজতে নিয়ে জেরা করা হবে। এর ফলে দীর্ঘ প্রতীক্ষিত এই মামলার তদন্তে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।