Manipur : মণিপুরে ফের গুলির লড়াই, বিএসএফ সদস্যের মৃত্যু

এখনও শান্ত হয়নি মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিলেও পরিস্থিতি নতুন করে জটিল হতে শুরু করেছে। পাওয়া গিয়েছে হতাহতের খবর।

author-image
Pritam Santra
New Update
manipur

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা: এখনও শান্ত হয়নি মণিপুর (Manipur)। মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিলেও পরিস্থিতি নতুন করে জটিল হতে শুরু করেছে। পাওয়া গিয়েছে হতাহতের খবর। মণিপুরের কাকচিং জেলার সুগ্নু এলাকায় কুকি দুর্বৃত্তদের সঙ্গে গুলি বিনিময়ের সময় বিএসএফ জওয়ানদের হতাহতের ঘটনা ঘটেছে। 

manipur

মঙ্গলবার ভোর ৪ টা বেজে ১৫ মিনিটে সন্দেহভাজন কুকি দুষ্কৃতীরা কাকচিংয়ের সুগ্নুতে অবস্থিত সেরু প্র্যাকটিক্যাল হাই স্কুলে মোতায়েন বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করেছিল। গুলি বিনিময়ের সময় ১৬৩ ব্যাটালিয়ন বিএসএফের প্রাক্তন সদস্য রঞ্জিত যাদব গুলিবিদ্ধ হন।  তাকে কাকচিংয়ের জীবন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।