/anm-bengali/media/media_files/2025/06/17/q9VP97fD6AtVKe9RM4rI.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: জাতিগত আদমশুমারির বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে ফের নতুন করে শুরু রাজনৈতিক তর্জা।
জাতিগত আদমশুমারি সম্পর্কে কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর এদিন বলেন, "সরকার কর্তৃক আদমশুমারি ঘোষণা করা হয়েছে, যা ২০২১ সালে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড মহামারীর কারণে তা বিলম্বিত হয়েছিল। যেহেতু বিরোধী দলনেতা রাহুল গান্ধী দীর্ঘদিন ধরে সংসদে জাতিগত আদমশুমারির বিষয়টি উত্থাপন করে আসছেন, তাই সরকার মন্ত্রিসভার বৈঠকের পরে জাতিগত আদমশুমারি ঘোষণা করেছে, কিন্তু এর জন্য কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। বিজ্ঞপ্তিতে জাতিগত আদমশুমারিও নির্দিষ্ট করা হয়নি। কেবল নামের জন্য জাতিগত আদমশুমারি হওয়া উচিত নয়, তেলেঙ্গানা মডেলকে লক্ষ্য করেই জাতিগত আদমশুমারি হওয়া উচিত"।
#WATCH | Delhi: On the caste census notification, Congress MP Manickam Tagore says, "The census has been announced by the government, which was to be done in 2021, but it was delayed due to the Covid pandemic. Since LoP Rahul Gandhi has been raising the issue of caste census in… pic.twitter.com/FReisVQpNP
— ANI (@ANI) June 17, 2025
/anm-bengali/media/media_files/dovHeOvrijQ7TMpKZc5z.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us