জাতিগত আদমশুমারি, কংগ্রেসেরই কৃতিত্ব!

কোনও অর্থ বরাদ্দ করা হয়নি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
caste census

File Picture

নিজস্ব সংবাদদাতা: জাতিগত আদমশুমারির বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে ফের নতুন করে শুরু রাজনৈতিক তর্জা।

জাতিগত আদমশুমারি সম্পর্কে কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর এদিন বলেন, "সরকার কর্তৃক আদমশুমারি ঘোষণা করা হয়েছে, যা ২০২১ সালে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড মহামারীর কারণে তা বিলম্বিত হয়েছিল। যেহেতু বিরোধী দলনেতা রাহুল গান্ধী দীর্ঘদিন ধরে সংসদে জাতিগত আদমশুমারির বিষয়টি উত্থাপন করে আসছেন, তাই সরকার মন্ত্রিসভার বৈঠকের পরে জাতিগত আদমশুমারি ঘোষণা করেছে, কিন্তু এর জন্য কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। বিজ্ঞপ্তিতে জাতিগত আদমশুমারিও নির্দিষ্ট করা হয়নি। কেবল নামের জন্য জাতিগত আদমশুমারি হওয়া উচিত নয়, তেলেঙ্গানা মডেলকে লক্ষ্য করেই জাতিগত আদমশুমারি হওয়া উচিত"।

Manickam Tagorew1.jpg