জাতিগত আদমশুমারি, কংগ্রেসকে তুলোধনা বিজেপি নেতার

কংগ্রেসের মধ্যে ইচ্ছাশক্তি দুর্বল; প্রতিশ্রুতি দুর্বল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
caste census

File Picture

নিজস্ব সংবাদদাতা: জাতিগত আদমশুমারি নিয়ে এবার শুরু হয়ে গেছে রাজনৈতিক তর্জা। এবার সেই সম্পর্কে, বিজেপি নেতা সিটি রবি এদিন বলেন, "বিজেপি সামাজিক ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সামাজিক ন্যায়বিচারকে সমর্থন করি এবং তা প্রদান করব। বিজেপি বিশ্বাস করে যে সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার মানসিকতার অভাব রয়েছে। কংগ্রেসের সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার মানসিকতার অভাব রয়েছে। দেশে কংগ্রেস দুর্বল হয়ে পড়লে রাজনৈতিক দৃশ্যপট বদলে যায়, যার ফলে রাজনৈতিক চিন্তাভাবনায় পরিবর্তন আসে। তখনই দুর্বল শ্রেণীর কল্যাণের অংশ হিসেবে ওবিসিরা ন্যায়বিচার পেতে শুরু করে। যতক্ষণ কংগ্রেস শক্তিশালী ছিল, ততক্ষণ তারা ওবিসিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেনি। কংগ্রেসের মধ্যে ইচ্ছাশক্তি দুর্বল; প্রতিশ্রুতি দুর্বল। কংগ্রেস তাই সবকিছুর জন্য অন্যদের দোষ দেয়"।