জাতিগত আদমশুমারি, বড় তথ্য এবার এলো সামনে

বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
caste census.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জাতিগত আদমশুমারির বিজ্ঞপ্তি প্রকাশ হতেই ফের নতুন করে আলোচনায় চলে এসেছে জনগণনা। এদিন এই সম্পর্কে বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেন, “সরকারের সিদ্ধান্ত স্বাগত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেবল আদমশুমারি ঘোষণা করেননি, বরং এই আদমশুমারি কীভাবে করা হবে তার সম্পূর্ণ সময়সূচীও দিয়েছেন। ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে প্রতিটি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হবে। দেশের ৩৪ লক্ষ কর্মচারী এবং কর্মকর্তা এই কাজটি করবেন। প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কংগ্রেস অভিযোগ করছে যে আমরা ইউ-টার্ন নিয়েছি। কংগ্রেসের আর কোনও সমস্যা নেই, তাই জয়রাম রমেশ হোক বা সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তারা দেশের পিছিয়ে পড়া শ্রেণীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে”।

Jagdambika