Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Ahd5vaNvLhJArPIvdvFz.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাড়িতে আগুন (Fire) নেভাতে গিয়ে মিললো কোটি কোটি টাকা। ঘটনাটি তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের রেজিমেন্টাল বাজার এলাকায় ঘটেছে। একটি বেসরকারি সংস্থার কর্মীর (Private Company Employee) বাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকল (Fire Brigade)। আগুন নেভাতে গিয়েই ওই কর্মীর বাড়ি থেকে পাওয়া যায় ১.৬৫ কোটি টাকা। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। পুলিশ খবর পায় যে ওই ব্যক্তির বাড়ির নীচের তলায় প্রচুর টাকা রয়েছে। তল্লাশি শুরু করতেই মেলে টাকা, সোনা, রূপো। আয়কর (Income Tax Department) দফতর আসে সেখানে। হাওয়ালার (Hawala) মাধ্যমে ওই টাকা লেনদেন করা হয় বলে সন্দেহ পুলিশের। ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে কি না সেটা জানা যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us