BREAKING: পদপিষ্ট, আরসিবির অনুষ্ঠানে কান্নার রোল! এবার মামলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

কে করলেন অভিযোগ?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে সমাজকর্মী স্নেহাময়ী কৃষ্ণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপ-মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট বোর্ডের পদাধিকারীদের বিরুদ্ধে অবহেলার জন্য ভারতীয় দণ্ডবিধির ১০৬ ধারায় মামলা দায়েরের জন্য কাবন পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন।

গতকাল আরসিবির জয় উপলক্ষ্যে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই আনন্দের মুহূর্তটি বদলে যায় কান্নায়। ভিড়ে পদপিষ্ট হয়ে ১১ জনের প্রাণ চলে যায়। 

10 fans of RCB die in stampede at Chinnaswamy Stadium ahead of victory  celebration - Public TV English