Ritika Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/NnUy9sFxkdPNDVErweri.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারী বর্ষণের জেরে ফের ভেসে গেল গাড়ি। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার বারি ব্রাহ্মণায়। গত কয়েক দিন ধরেই সেখানে মুষলধারে বর্ষণ শুরু হয়েছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীর জল। কিছু জায়গায় রাস্তার উপরেও জল উঠে এসেছে। সেই জলেই ভেসে গেল গাড়ি।
জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার বারি ব্রাহ্মণা এলাকায় দেখা গেল এই দৃশ্য। রাস্তার উপর দিয়ে বইছে জল। সেই জলের স্রোতে ভেসে গেল গাড়ি।
#WATCH | A car washed away in floods caused by heavy rainfall in Bari Brahmana of Samba district, J&K. (04.07) pic.twitter.com/ToWu3nq30r
— ANI (@ANI) July 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us