/anm-bengali/media/media_files/IMAJ0WP5xXXid0wncPYy.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার গভীর রাতে তামিলনাড়ুর চেন্নাইয়ের পল্লভরমের কাছে জিএসটি রোডে একটি গাড়িতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।
#WATCH | Tamil Nadu: A car went up in flames on GST road near Pallavaram in Chennai. Fire tenders immediately reached the spot and the fire has been brought under control. pic.twitter.com/dKxJParzoG
— ANI (@ANI) August 18, 2023
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালিকের সঙ্গে গাড়ি চালিয়ে চেন্নাইয়ের পল্লভরমের সারাভানা স্টোরে কেনাকাটা করতে এসেছিলেন চালক সেলভাম। শপিং স্টোরে মালিককে নামানোর পর পার্কিং এলাকায় গাড়ি পার্ক করতে যাওয়ার সময় চালক গাড়ির সামনে (বনেট) থেকে ধোঁয়া বের হতে দেখেন। এই ঘটনার ফলে জিএসটি প্রধান সড়কে এক ঘন্টার জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us